চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকার প্রধান সড়ক ও জান্নাত এগ্রো ফার্মের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আরিফ (২৮), চকরিয়া উপজেলার হারবাং ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মনজুরুল আলমের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৪) এবং মৃত নজির আহমদের ছেলে মো. হাসান (৩২)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চকরিয়া থেকে বাঁশখালী সড়ক ব্যবহার করে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে ফুটখালী ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রিজের দক্ষিণে রাস্তার উপর সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবাসহ আরিফ নামে এক মাদক কারাবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একটি অভিযানে জান্নাত এগ্রো ফার্মের সামনে থেকে ৫০ লিটার চোলাইমদসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পূর্বকোণ/পিআর