চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে চোলাইমদসহ গ্রেপ্তার ২

বাঁশখালী সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২৪ | ৩:৪৫ অপরাহ্ণ

চটগ্রামের বাঁশখালীতে ২০ লিটার চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাণীগ্রাম পুরাতন বাজার এলাকার গৌরাঙ্গ দে’র ছেলে উজ্জ্বল দে (৩৫) এবং নীলরতন দে’র ছেলে আকাশ দে (২৮)।

বাঁশখালী রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট