চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আয়তনই ফটিকছড়ির সবচেয়ে বড় সমস্যা: ইউএনও

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪ | ১১:২৩ অপরাহ্ণ

তুলনামূলক বড় আয়তনের কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি বরাদ্দের সুষম বণ্টন সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

 

সোমবার রাতে বৃহত্তর ফটিকছড়ি উপজেলার ‘সমস্যা-সম্ভাবনা ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। উপজেলা সদরের একটি রেস্তোঁরায় লিম ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় এই মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় অনলাইন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলার আয়তন চট্টগ্রাম বিভাগে সমতলের মধ্যে সবচেয়ে বেশি। গত এক বছর ধরে কাজ করতে গিয়ে বুঝেছি উপজেলার সবচেয়ে সমস্যা এটার আয়তন। আয়তনের কারণে বরাদ্দের সুষম বণ্টন হয় না। এটার সমাধানের জন্য এই উপজেলাকে অবশ্যই বিভক্ত করতে হবে।

 

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠির কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন সাংবাদিকেরা। তাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ জনগণের কথা তুলে ধরা। ফটিকছড়ি একটি সম্ভাবনাময় উপজেলা। এই বৃহত্তম উপজেলায় প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে। রয়েছে ১৮টি চা বাগান, চারটি রাবার বাগান, তীর্থভূমি মাইজভান্ডার এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে এসবকে যথাযথ ব্যবহার করা গেলেই একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

 

এ সময় উপজেলা সদরে ১০ শয্যার বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালকে ২০ শয্যার মা ও শিশু হাসপাতালে ও হাজারিখিল বন্যপ্রাণি অভয়ারণ্যকে পরিপূর্ণ পর্যটন স্পটে রূপান্তরের ঘোষণা দেন তিনি।

 

লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংবাদ মাধ্যমটির প্রধান উপদেষ্টা মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ।

 

সাংবাদিক সালাউদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক আহমদ আলী চৌধুরী, এস এম আক্কাছ, আবু মুছা জীবন, ইকবাল হোসেন মঞ্জু, মো. সোলায়মান আকাশ, দৌলত শওকত, সাইফুর রহমান সোহান, আরফাত বিন হাসান, মো. রফিকুল ইসলাম, সংবাদ মাধ্যমটির নির্বাহী সম্পাদক সীরাত মঞ্জুর ও বার্তা সম্পাদক ইউসুফ আরফাত।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট