কক্সবাজারের কুতুবদিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্থানীয় আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজের হোছাইন কুতুবীসহ (৫৫) তার দুই ছেলে জে আই এম সাকিব (১৭) ও কামরুল হোছাইন (২২) এবং ভাতিজা জায়েদুল ইসলাম (২০)। আহত সাকিবের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগী ওই স্কুল শিক্ষকের অভিযোগ, একই এলাকার সহোদর ৫ ভাই অভিযুক্ত মো. ইউনুচ, মো. এমরান, সাইফুল ইসলাম, মো. শাহজাহান ও মো. আনিচ ২০২২ ও ২০২৩ সালে তার একসনা বন্দোবস্তী প্রাপ্ত ১ একর লবণ মাঠের জমি লাগিয়তের টাকা পরিশোধ করেনি। তাই চলতি মৌসুমে ওই জমি পুনরায় লাগিয়ত না করার আক্রোশে ক্ষিপ্ত হয়ে তার চাষাকে চাষাবাদে বাধা দেয় অভিযুক্তরা।
এতে নিরুপায় হয়ে থানায় অভিযোগ করার জেরে সোমবার সকালে লোহার রড় ও লাঠিসোঁটা নিয়ে ওই স্কুল শিক্ষক ও তার ছেলেদের উপর অতর্কিত হামলা চালায় তারা। এতে আহত চারজনের মধ্যে সাকিব নামে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর হাত ভেঙে যায়। এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে অভিযুক্ত মো. ইউনুচ জানায়, প্রতিপক্ষের সাথে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। তাছাড়া জমি লাগিয়তের টাকা পরিশোধ না করার বিষয়টিও সঠিক নয়। এসব তাদের ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন পূর্বকোণকে জানান, ঘটনার বিষয়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ