চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সাগরে জলদস্যুর হানা; কুতুবদিয়ার জেলে গুলিবিদ্ধ

কুতুবদিয়া সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৪ | ১১:২৭ অপরাহ্ণ

গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং বোটে ফের হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে লিটন (৩৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। এ সময় জলদস্যুদের আক্রমণে সাগরে ঝাঁপ দিয়েছে প্রকাশ গুনাইয়া নামে আরো এক জেলে।

 

রবিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের অদূরে দস্যুতার এ ঘটনাটি ঘটে।

 

সোমবার (১১ নভেম্বর) সকালে অপর আরেকটি বোটের সহায়তায় ঝাঁপ দেয়া ওই জেলেকে উদ্ধার করে বিকেলে কুতুবদিয়া ঘাটে এসে পৌঁছায় তারা। পরে গুলিবিদ্ধ ওই জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করে (বোট মালিক) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কাজীর পাড়ার কামাল উদ্দিন জানায়, গত বৃহস্পতিবার ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে তার মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামে ফিশিং বোটটি সাগরে মাছ ধরতে যায়।

 

একপর্যায়ে রবিবার রাত ১০টার দিকে তাদের বোটে হানা দেওয়ার চেষ্টা চালায় জলদস্যুরা। এ সময় ইঞ্জিন চালিয়ে জেলেরা পালানোর সময় অনবরত গুলিবর্ষণ করে জলদস্যুরা। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে এবং আরেক জেলে দস্যুদের ভয়ে ঝাঁপ দেয় সাগরে। তবে জলদস্যুরা বোট ধরতে না পারায় কোনো মালামাল লুট করতে পারেনি বলে জানান বোট মালিক।

 

বিষয়টি জানতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে জলদস্যুদের হামলার শিকার জেলেদের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট