চট্টগ্রামের রাউজানে তিনদিন আগে নিখোঁজ হওয়া হাফেজ মাওলানা মুহাম্মদ আবু তাহেরের (৫৫) মরদেহ সর্তাখাল থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় কালাচাঁন্দ চৌধুরী হাটস্থ বড়পুল এলাকার সর্তাখালে ভাসমান বাঁশের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
থানার সেকেন্ড অফিসার এসআই মো. আলমগীর বলেন, মাওলানা আবু তাহের নামের এক ব্যক্তির মরদেহ স্থানীয়রা সর্তাখালে দেখতে পেয়ে বিকেলে পুলিশকে খবর দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহতের স্ত্রী জানিয়েছেন, আবু তাহের দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন। হয়তো বড়পুল ব্রিজে বসে থাকা অবস্থায় খালে পড়ে মারা গেছেন। তার পরনে ছিল পাঞ্জাবি। মরদেহের ময়নাতন্তের ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়ার পর হস্তান্তর করা হবে।
নিহতের শ্বশুর তাজুল ইসলাম বলেন, শনিবার দিনগত রাতে জামাতা হাফেজ মাওলানা আবু তাহের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে। আজ সোমবার আমি তাকে খুঁজতে কুমিল্লা চৌদ্দগ্রামে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে কিছু টাকাও খুইয়েছি। পরে ঘরে এসে খবর পাই তার মরদেহ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, জামাতা আবু তাহেরের মানসিক সমস্যা ছিল প্রায় ৫ বছর। একদিন সে নিজে নিজে গলা কেটে ফেলতে চেয়েছিল। মানসিক সমস্যার কারণে হয়তো তিনি খালে পড়ে গেছেন।
জানা যায়, নিহত আবু তাহের চিকদাই হযরত আকবর শাহ্ (রহ.) বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি খাজা আজমিরী (রহ.) সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উপদেষ্টা এবং নেওয়াজ গাজী মাদ্রাসার সাবেক সুপার।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ