চট্টগ্রাম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩১ শিশুসহ ৮১ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪ | ২:৩৫ অপরাহ্ণ

মিয়ানমার থেকে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

 

আটকদের মধ্যে ৩১ শিশু রয়েছে। তাদের সীমান্ত এলাকা থেকে আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

 

জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করায় এসব রোহিঙ্গা বিভিন্ন দালালচক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।

 

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালালচক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে তারা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। আটকদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট