চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

টেকনাফ সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে মো. জুবায়ের (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জুবায়ের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে ।

 

রবিবার (১০ নভেম্বর) রাত ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা মাঝি রহিম উল্লাহ বলেন, গতকাল রবিবার রাত ৮ টার দিকে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ভেতর একদল অস্ত্রধারী দুর্বৃত্ত মো. জুবায়েরকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক যুবক নিহতের ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/ইব/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট