চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের জোরারগঞ্জে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো. রিয়াজকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার রিয়াজ জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ ধুম এলাকার মো. সিরাজের ছেলে।

 

রবিবার (১০ নভেম্বর) রাত সোয়া ১০টায় সীতাকুণ্ড থানাধীন দারোগারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ ধুম গ্রামের বাসিন্দা। মানসিক সমস্যার কারণে আট নয় বছর আগে তার স্বামী তাকে ডিভোর্স দেয়। তখন থেকেই তিনি তার ভাইয়ের বাসায় থাকতেন। গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তিনি হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান। রাত ১১টায় রিয়াজ এবং তার সহযোগীরা তাকে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাবী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানায়, এ মামলার আসামি রিয়াজ সীতাকুণ্ড থানাধীন দারোগারহাট বাজার এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট