চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ঢাকায় কর্ণফুলীর আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় যুবলীগের কর্মী সন্দেহে কর্ণফুলী উপজেলার এমএ মারুফকে ছাত্র-জনতা মারধরের পর পুলিশে হস্তান্তর করেছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা যায়, আটক এমএ মারুফ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) মির্জা বাড়ির মৃত কবির আহমদের ছেলে। তিনি   কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।

 

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির মামাতো ভাই মির্জা মাহবুবও এ তথ্য নিশ্চিত করেন।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট