চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কর্ণফুলীতে পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

কর্ণফুলী সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইয়ুব তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আয়ুব তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৮ নম্বর ফকিরা মসজিদ তালুকদার বাড়ির হাফেজ ইউছুফের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। তার চেম্বার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিক নিশ্চিত করেনি পুলিশ।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কোন অভিযোগে বা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা পরে বিস্তারিত জানানো হবে।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট