চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ঈদগাঁও থেকে ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার 

ঈদগাঁও সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৪ | ৮:০৪ অপরাহ্ণ

ঈদগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার পাহাড়ের ঢাল থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।

 

থানা পুলিশ জানায়, ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার পাহাড়ের ঢাল থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে কার্তুজগুলো রাখা ছিল । খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মসিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ পাহাড়ের ঢালে খুঁজে পায় পুলিশ। ব্যাগটি খুলে ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন তারা। কার্তুজগুলোর গায়ে বিপি লেখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশসুত্র জানায়।

 

গত ৫ আগস্ট  শেখ হাসিনা সরকারের পতনের সময়  থানায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এসব কার্তুজ সেদিন কেউ লুটে নিয়েছিল। পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দেওয়ার নোটিশ জারি করার পর হয়ত কেউ ভয়ে গোপনে এসব কার্তুজ ফেলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে থানা পুলিশের অস্ত্র এখনও উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার-সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে যোগ করেন তিনি।

 

 

পূর্বকোণ/তারেক/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট