চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাগরে অপহৃত কুতুবদিয়ার ১৯ জেলেকে ফেরত দেয়নি জলদস্যুরা

কুতুবদিয়া সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

সাগরে মাছ ধরতে গিয়ে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে ফিশিং বোটসহ অপহরণের শিকার কুতুবদিয়ার ১৯ জেলেকে ফেরত দেয়নি জলদস্যুরা। ৪৮ ঘণ্টা পেরোলেও খোঁজ না পাওয়া অপহৃত ওসব জেলেদের পরিবারে চলছে কান্নার আহাজারি।

 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ওই বোটের মালিক বাঁশখালী শেখেরখীল এলাকার মো. ইসমাইল জানান, জলদস্যুরা কোনো প্রকার মুক্তিপণ দাবি বা যোগাযোগ করেনি। তবে দ্রুত সময়ের মধ্যে তাদের খোঁজ মিলবে বলে আশাবাদী তিনি।

 

অপহৃত জেলেরা হলেন- উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মনছুর আলম, জমির বাপের পাড়ার শাহ আলম, রুহল আমিন ও নয়ন, চাটি পাড়ার নাছির উদ্দীন, শাহজাহান, আব্বাস উদ্দিন ও তৌহিদ, কাইসার পাড়ার প্রকাশ শুনাইয়া ও রেজাউল করিম, ফরিজ্যার পাড়ার গিয়াস উদ্দিন, মেহেদি হাসান, সাকিব, ইদ্রিস ও সায়েদ, কুইলার পাড়ার সাগর এবং দক্ষিণ ধূরুং ইউনিয়নের মশরফ আলী বলির পাড়ার প্রকাশ কালু ও রুবেল। তবে নোয়াখালীর এক জেলের নাম জানা যায়নি।

 

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা পূর্বকোণকে জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে অপহৃত বোটসহ ১৯ জেলেদের উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। তাদের অক্ষত অবস্থায় উদ্ধারের লক্ষ্যে উপকূলের চিহ্নিত জায়গাসমূহে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ওই কোম্পানির মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামক একটি ফিশিং বোট দস্যুতার কবলে পড়ে। এসময় গুলিবিদ্ধ মাঝি মোকাররমসহ এক জেলেকে অপর আরেকটি বোটে তুলে দেয়। তবে বাকি ১৯ জেলেসহ বোটটি অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট