চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালীতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৪ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার শাকপুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

 

তিনি জানান, শাকপুরা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাজার মনিটরিং সংক্রান্ত উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট