চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাঙ্গু নদীতে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

বাঁশখালী সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৪ | ৫:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারও জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মো. ইলিয়াছ (৫৫), ভোলার চরফ্যাশন মুন্সিবাড়ি আবু তাহেরের ছেলে মো. জসিম (৪৫) ও চরফ্যাশনের মো. শাহজাহানের ছেলে মো. রাকিব (২১)।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় পুকুরিয়া ইউনিয়নের তেছিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

তিনি বলেন, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করা হয়। এরপর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সংশোধিত ২০২৩ অনুযায়ী এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বালুপূর্ণ ড্রেজার বোটটি জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট