চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যে মোড়ক ব্যবহার না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি জানান, বাজার মনিটরিং অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায়, পণ্যে মোড়ক ব্যবহার না করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কিছু পলিথিন জব্দ এবং ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার নিষিদ্ধে সতর্ক করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট