চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুতুবদিয়ায় শিশুকে চাপা দেয়া সেই ট্রাক্টর জব্দ

কুতুবদিয়া সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৪ | ১০:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ মাঠে চাষ দেখতে গিয়ে শিশু মোহাম্মদ সাদিকুর রহমান রিয়াদকে (৭) চাপা দেয়া সেই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। তবে পলাতক থাকায় চালককে আটক করা যায়নি।

 

এর আগে এ ঘটনায় রবিবার (৩ নভেম্বর) রাতে নিহত শিশু রিয়াদের চাচা নুরুল আবছার বাদি হয়ে চালক মোর্শেদ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন থানায়।

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে জানায়, ট্রাক্টরের লাঙলের ফালে কাটা পড়ে শিশু নিহতের ঘটনায় ঘাতক সেই মাহিন্দ্রা ট্রাক্টরটি (পাওয়ার ট্রিলার) সোমবার সন্ধ্যার দিকে লেমশিখালী এলাকা থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রধান আসামি পলাতক চালককে আটকের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে লবণের মাঠে হালচাষ দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় শিশু রিয়াদ। সে উপজেলার উত্তর লেমশিখালীর আনু মিয়াজীর পাড়ার মো. নুরুল হুদার ছেলে। মাহিন্দ্রা ট্রাক্টরটি ওই ইউনিয়নের চৌমুহনী এলাকার রেজাউল করিম প্রকাশ মিন্টু কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট