চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

আনোয়ারা সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৪ | ৯:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২তম মৃত্যুবার্ষিকী সমাজসেবক  বোরহান উদ্দিন চৌধুরী মুরাদের উদ্যোগে পালিত হয়েছে।

 

সোমবার সকালে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার হাইলধরে মুরাদ ব্যক্তিগত লোকজন দিয়ে কবরে খতমে কুরআন, এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন।

 

এছাড়াও পরিবারের পক্ষ থেকে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, জেয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

 

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, ওনিতো এই জনপদের নেতা ছিলেন। সব কিছুর বাইরে এই আনোয়ারার মানুষকে তিনি ভালোবাসতেন সেটা স্বীকৃত। দেশের পরিস্থিতি অনুযায়ী বড় করে কোন আয়োজন করতে না পারলেও ওনার আত্মার শান্তি কামনা করে খতমে কুরআন ও দোয়ার আয়োজন করেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট