চট্টগ্রাম সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পারিবারিক বিরোধ

মানিকছড়িতে মারধরের ঘটনায় নারীসহ আহত ৮, আ. লীগ নেতা আটক

মানিকছড়ি সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মারামারি ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৯ জন কম-বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে অমিত হাসানকে (২৮) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

একইসাথে ঘটনায় জড়িত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন পাটোয়ারীকে নিয়মিত মামলায় আটক করেছে পুলিশ।

 

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন পাটোয়ারী ও স্থানীয় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অমিত হাসানের পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় অমিত হাসান (২৮), অমিতের বোন সাজেদা আক্তার (৩০) ও ভাগিনা নাছির উদ্দীন (২৫) এবং বিপক্ষের জামাল উদ্দিন পাটোয়ারী (৪৫), তার ভাই বেলাল উদ্দিন পাটোয়ারী (৩৫), নাছির উদ্দীন পাটোয়ারী (৫৮), ভাবি আসমা বেগম (৩৫) ও শরিফা খাতুন (৬০) আহত হন। পরে আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরপরই মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত এবং নিয়মিত মামলার আসামি জামাল উদ্দিন পাটোয়ারীকে পুলিশ হেফাজতে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

 

এ ঘটনায় গুরুতর আহত অমিত হাসান জানান, সোমাবার সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে জামাল উদ্দিন পাটোয়ারীর বাড়ির সামনে পৌঁছলে জামালের ভাই বেলাল উদ্দিন তার গাড়ি গতিরোধ করে তাকে জামালের বাড়িতে ডেকে নিয়ে যায়। জামাল উদ্দিন পাটোয়ারী এবং তার পরিবারের সদস্য রহিমা বেগম, নাছির উদ্দীন পাটোয়ারী, বেলাল উদ্দিন ও শাহিনসহ আরো অনেকেই অমিত হাসানকে লাঠিপেটা ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। খবর পেয়ে অমিতের বোন সাজেদা আক্তার ও ভাগিনা নাছির উদ্দীন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে।

 

তবে জামাল উদ্দিন পাটোয়ারী বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আমার উপর অনেকবার হামলা করার চেষ্টা করে অমিত হাসান। কিন্তু সে বারবার ব্যার্থ হয়ে পূর্বপরিকল্পিতভাবে আজ লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে এবং আমার স্ত্রীসহ পরিবারের লোকজনদের মারধর করে এবং বাড়িঘর ভাংচুর করে।

 

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান রুবেল বলেন, এর পরপর ঘটনাস্থল পরিদর্শন করে নিয়মিত মামলার আসামি জামাল উদ্দিন পাটোয়ারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ বাদী হয়ে অভিযোগ করেনি।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট