চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

রামগড়ে ইয়াবাসহ এক ব্যক্তি পুলিশের জালে

রামগড় সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৪ | ১:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৫’শ পিস ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শাহাবুদ্দিন  রামগড় পৌরসভার পূর্ব চৌধুরিপাড়ার বৈদ্যটিলার  মো. শাহজাহান মিয়ার  ছেলে।

রবিবার (৩ নভেম্বর) রাতে রামগড় পৌরসভার ডেবার লেক পার্কের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেবার লেক পার্কের রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

রামগড় থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ মঈন উদ্দীন জানান,  মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল রামগড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। আসামিকে খাগড়াছড়ির আদালতে সোপর্দ করার পর আদালতে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।

পূর্বকোণ/এমটি/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট