কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয়জনের কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহৃতদের স্বজনদের ফোন করে এই মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
শনিবার (২ নভেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় সকালে কৃষি ক্ষেত থেকে দুই রোহিঙ্গাসহ নয় জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
দুই জন রোহিঙ্গার পরিচয় না মিললেও অপহৃত বাঙ্গালী নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম,আজিজুর রহমানের ছেলে কফিল ও নুর হোছনের পরিচয় জানা গেছে।
হোয়াইক্যংয়ের কানজর পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, তার মেয়ের জামাই ও ভাইয়ের ছেলে বন্দী আছেন অপহরণকারীদের হাতে। গত রাত থেকে কয়েকবার অপরিচিত নম্বর থেকে ফোন করে দেড় লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়। এছাড়া অপহৃত বাকি ৬ জনের পরিবারের সদস্যরাও সমপরিমাণ মুক্তিপণ চেয়ে ফোন পেয়েছেন বলে দাবি করেছেন। টেকনাফ থানা পুলিশ পরিদর্শনে ঘটনাস্থল কানজর পাড়া যায়। খোঁজ খবর জিজ্ঞেস করে তারা ফিরে যান।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের বিষয়টি আমি অবগত হয়েছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ