চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৪ | ১১:৫৫ অপরাহ্ণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তিন রোহিঙ্গা গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের এস-৩/বি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশন এস-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ মুকুলের ছেলে মো. ইসমাইল (৬০), একই ক্যাম্পের মোহাম্মদ ইসমাইলের স্ত্রী আমেন খাতুন (৫৫) ও মোহাম্মদ সুলতানের ছেলে আব্দুল শুক্কুর (৩৭)।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

 

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ এক্সটেনশনের এস-৩/বি-২ ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় তিন জন আহত হন। ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট