চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বদির ক্যাডার খলিল গ্রেপ্তার টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ১১:৪১ অপরাহ্ণ

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ক্যাডার আব্দুল খলিল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের নুরুল আমিন চৌধুরীর ছেলে। এছাড়া টেকনাফ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

 

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) মোহাম্মদ কামরুজ্জামান ৩ নভেম্বর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের ধরে এনে মারধর, হুমকি দিয়ে তাদের জমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট