চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কুতুবদিয়ায় ট্রাক্টরের ফালে কাটা পড়ে শিশুর মৃত্যু

কুতুবদিয়া সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৯:০৮ অপরাহ্ণ

কুতুবদিয়ায় লবণ মাঠ দেখতে গিয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধারালো ফালে কাটা পড়ে মোহাম্মদ সাদিকুর রহমান রিয়াদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশে লবণের মাঠে ট্রাক্টরের সাহায্যে চাষ দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় শিশু রিয়াদ। নিহত শিশু রিয়াদ উপজেলার লেমশিখালী ইউনিয়নের আনু মিয়াজীর পাড়ার মো. নুরুল হুদার ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যার আগে লবণ মাঠের আইলে দাঁড়িয়ে কিভাবে মাহিন্দ্রা ট্রাক্টরে চাষ হয় তা দেখছিল শিশু রিয়াদ। এ সময় সামনে যাওয়া ট্রাক্টরটি আচমকা পেছনে চলে আসলে শিশু রিয়াদ ফালে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।

 

এদিকে ওই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অদক্ষ চালককে দুষছেন স্থানীয়রা। তারা জানায় একাধিকবার সতর্ক করেও তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট