চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

গর্জনিয়ায় বহু অপকর্মের হোতা জহির আটক

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ণ

রামু থানার বিশেষ অভিযানে গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বহু অপকর্মের হোতা জহির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরীর নির্দেশনায় গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিলস্থ নিজ বাড়ি থেকে অভিযানিক দল তাকে আটক করে।

 

আটক জহির উদ্দিন স্থানীয় মৃত মোজাফ্ফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ২০১৮ সালের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার দায়ে করা মামলায় তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণপূর্বক ৩ অক্টোবর (রবিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগে জানিয়েছেন, জহির উদ্দিন বহু অপকর্মের হোতা, বনবিভাগের নাম ভাঙিয়ে সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়, ফেসবুক লাইভ বা ভিডিও বার্তার হুমকি দিয়ে নানাভাবে সম্মানি লোকজন থেকে অর্থ আদায় তার নিত্যনৈমেত্তিক ঘটনা ছিল। ইউনিয়ন আওয়ামী লীগের বড় নেতা পরিচয় দিয়ে প্রশাসনের লোকজনকেও মুঠোফোনে হুমকি দিতেন তিনি।

 

এদিকে বহু অপকর্মের হোতা জহির উদ্দিন আটকের পর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট