চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ পলিথিন ও মূল্য তালিকা না রাখার অপরাধে তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে দোকানি আলীম উদ্দীনকে ৩ হাজার টাকা, মো. নাজিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মো. সেলিমকে ৩ হাজার টাকা করে তিন মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিন শ কেজি নিষিদ্ধ পলিথিনও জব্দ করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রি বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট