চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নবীনবরণ

বিজ্ঞপ্তি

৩ নভেম্বর, ২০২৪ | ৩:৫৪ অপরাহ্ণ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে নবীনবরণ জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শনিবার। সংগঠনের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব আজম। আলোচক ছিলেন বান্দরবান জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা, বান্দরবান পৌর ছাত্রদলের সদস্য সচিব কাউসার আলম, ইসলামী ছাত্র আন্দোলন বান্দরান জেলা সভাপতি লোকমান হোসাইন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান সা¤প্রদায়িক বৈষম্য এবং সংঘাত নিরসনে দল-মত, নির্বিশেষে ছাত্র-জনতাকে এগিয়ে আসতে হবে। শিক্ষা, চাকরিসহ সর্বক্ষেত্রে সকল স¤প্রদায়ের সমান উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা স¤প্রদায়কে একক সুবিধা প্রদান না করে সকল জনগোষ্ঠীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সি. সহ-সভাপতি জমির উদ্দীন, সহ-সভাপতি মো. ইসমাইল, সহ-সভাপতি রুমি সেন, সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন প্রমুখ।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট