কক্সবাজারের মহেশখালীতে চিংড়ি ঘের দখল বেদখল নিয়ে প্রতিপক্ষের গুলিতে মনির আহমদে (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৩ নভেম্বর) ভোর ৪টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাটোয়ার ছরি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত মনির আহমদের ওই এলাকার মোহাম্মদ আবুদল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকায় চিংড়ি ঘের দখল নিয়ে মনির আহমদের সাথে স্থানীয় প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাতে বাড়ি থেকে ভাত খেয়ে পাশ্ববর্তী চিংড়ি প্রজেক্টে যায় মনির আহমেদ। রাতে প্রতিপক্ষের লোকজন চিংড়ি ঘেরের অবস্থানকালে অস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামলা চলাকালে সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সকাল ১০ টার সময় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।
নিহতের পুত্রবধু জানান, স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে আমার শ্বশুরকে হত্যা করেছে। এ ঘটনার পেছনে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা জড়িত রয়েছে বলে তার ধারণা। তিনি সুষ্ঠু বিচারের পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ বলেন, এই হত্যার সঙ্গে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।
পূর্বকোণ/পিআর