বৈষম্যবিরোধী ছাত্র -আন্দোলনের ছাত্রদের হাতে ধরা পড়ে গাজীপুর যুবলীগের এক নেতা।
শুক্রবার ( ১ নভেম্বর ) কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এস এম আলমগীর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন গত কয়েক মাস ধরে কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং একাধিক হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
আন্দোলনকারীরা দাবি করেন, আলমগীর হোসেন আন্দোলনের সময় সরকারি বাহিনীকে সহায়তা এবং আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালিয়েছিলেন। তাই তারা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে সন্ধ্যায় গাজীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলছে।
পূর্বকোণ/এমটি/পারভেজ