চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২ নভেম্বর, ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে দুই স্কুল  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

শনিবার ( ২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড় ভেওলা ইউনিয়নের অলির বাপেরপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে যায় তারা

 

তাদের একজনকে দুপুর একটা ও আরেকজনকে দুইটার দিকে উদ্ধার করে পাড়ার লোকজন। 

 

দুই শিশু হল এলাকার স্বপন মিয়ার ছেলে শাহাদাত হোসেন সামির (১১), সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র। অপরজন একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. আল ফয়েজ মিশকাত (১১), সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। তারা দুজন একই এলাকার বাসিন্দা।

 

মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে পায় তারা। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

 

পরে সন্ধান না পাওয়া অন্য শিশু মিশকাতের লাশ একঘন্টা পর পুকুরে জাল ফেলে  উদ্ধার করা হয় বলে জানান মসজিদের খতিব নুরুল কাদের।

 

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না শিশু দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। সে সুবাদে নানীর কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো।

 

এদিকে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে আহাজারি।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট