চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আনোয়ারায় মাদক কারবারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আনোয়ারা সংবাদদাতা

২ নভেম্বর, ২০২৪ | ৮:২২ অপরাহ্ণ

আনোয়ারায় হাজিগাঁও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ হাজিগাঁও এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারা পুরো এলাকাকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। মাদকের থাবায় এলাকার যুব সমাজ নষ্ট হয়ে গেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে হামলার শিকার হতে হচ্ছে।  আমরা এসব মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে স্থানীয়রা গণস্বাক্ষর করে থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানান বক্তারা।

 

আবদুস সালাম নামের এক রিকশা চালক বলেন, আমি রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করি। আমার ছেলে এই মাদক কারবারিদের মাদকের আসক্ত হয়ে অসুস্থ হয়ে গেছে। তাকে ঋণকরে দীর্ঘদিন মাদক নিরাময় কেন্দ্র রাখা হয়েছে। এখনো সে মাদকের নেশা থেকে বের হতে পারেনি।

 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। দক্ষিণ হাজীগাঁও এলাকার কয়েকজন মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন  হাজিগাঁও মসজিদ কমিটির সভাপতি আহমদ নুর সওদাগর, মাস্টার শফিকুল ইসলাম, নুরচ্ছফা, সালেহ আহমদ, সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুর রহিম, মো. ইব্রাহিম, ইসহাক, আহমদ নূর, আব্দুল লতিফ, মো. জামালসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট