চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিকলবাহা খাল থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

কর্ণফুলী সংবাদদাতা

৩১ অক্টোবর, ২০২৪ | ২:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে ভাসমান অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

কর্ণফুলী নদী সংলগ্ন এ খালে লাশটি জোয়ার-ভাটার টানে নদী থেকে খালে প্রবেশ করেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কোন জামা ছিলো না। হাতে ছিল চুড়ি।

 

জানা যায়, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, লাশটি ৫/৬ দিন আগের। জোয়ার-ভাটার টানে ভাসতে ভাসতে লাশটি শিকলবাহা খালে প্রবেশ করেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট