চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪ | ২:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে লবণ মাঠের গর্তে পড়ে সাদমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ির মাওলানা শাহাব উদ্দিনের ছেলে।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুর পরিবারের স্বজনরা বলেন, ঘটনার দিন সকালে শিশু সাদমান তার বড় ভাই ভাইদের সাথে বাড়ির পাশে লবণ মাঠে মাছ ধরতে যায়। এ সময় লবণের মাঠে বড় একটি পানির গর্তে সবার অগোচরে পড়ে যায় শিশু সাদমান। কিছুক্ষণ পর সামদানকে মাঠে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক শিশু সাদমানকে উদ্ধার করে স্থানীয় একটি ডাক্তারখানায় নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখার হাওলাদার বলেন, আজ সকাল ১১ টার দিকে শেখেরখীল ইউনিয়নে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে সাদমান নামের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানাতে পেরেছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট