চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

করোনেশন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

৩১ অক্টোবর, ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যাপীঠ ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। শতবর্ষী এই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিনের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম আর দুর্নীতির বিস্তর অভিযোগ।

 

এসব অভিযোগ তদন্তে গতকাল বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক উত্তম কৃষা স্কুল পরিদর্শনে এলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটক বন্ধ রেখে তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। জানা গেছে, ২০২৩ সালের মার্চ মাসে স্কুলের প্রধান শিক্ষকের পদটি খালি হয়। ফলে সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আসেন। সেই থেকে শুরু হয় একের পর এক অনিয়ম-দুর্নীতি।

 

সম্প্রতি এসব অনিয়ম, দুর্নীতি নিয়ে ১৩ জন শিক্ষক-কর্মচারী তার বিরুদ্ধে লিখিত অনাস্থা পেশ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক বরাবর। এ বিষয়ে অভিযুক্ত মুহাম্মদ জসীম উদ্দিন জানান, স্কুলের সবাই আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এসব অভিযোগের তদন্ত হয়েছে, তদন্ত প্রতিবেদনও জমা হয়েছে। তদন্তে যা আসে তা আমি মাথা পেতে নেবো। তবে আমি এখনও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি আমার কর্মস্থলে অবশ্যই ফিরবো।

 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক উত্তম কৃষা জানান, আমি স্কুল পরিদর্শনে এসেছিলাম। শিক্ষার্থীদের আচরণ দেখে ফিরে এসেছি। এটি কখনই কাম্য নয়। ওই শিক্ষকের ব্যাপারে নানা অভিযোগ এসেছে। আমি আমার পক্ষ থেকে স্কুল পরিদর্শন করে তদন্ত করেছি, প্রতিবেদনও উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছি। স্কুলের সবকিছুতে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট