চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৩১ জন জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৪ | ১১:৩৬ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩১ জেলেকে আটক করে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ২০০ কেজি ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ।

 

বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধের প্রেক্ষিতে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

তিনি বলেন, উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড, উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরা, কুমিরা নৌ-পুলিশের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযানকালে সাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ৩১ জেলেকে আটক করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারার আওতায় আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২০০ কেজি ইলিশ ও কিছু সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট