চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের গোলাগুলিতে যুবক গুলিবিদ্ধ

উখিয়া সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এম এস এফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ যুবক মো. ফারুক (২২) একই ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা মো. সাকেরের ছেলে।

 

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশ্রয় শিবিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর ২৫ থেকে ৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষ ৩ থেকে ৪ রাউন্ড এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় আরএসও সদস্য মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আরসা সদস্যরা পালিয়ে যায়।

 

তিনি বলেন, ঘটনার পর আশেপাশের রোহিঙ্গারা আহত আরএসও সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত রোহিঙ্গা শরণার্থী বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

খবর পেয়ে ক্যাম্পের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এপিবিএন অধিনায়ক আমির জাফর।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট