চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় শিক্ষক হত্যার ঘটনায় মগনামার চেয়ারম্যান ইউনুস গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৪ | ৬:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার অন্যতম আসামি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চকরিয়া থেকে তাকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

 

তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষক আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট পাঁচ জন আসামি গ্রেপ্তার রয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৪ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দী লাশের সন্ধান পাওয়া যায়। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত বজল আহমদের ছেলে।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট