চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে জিয়াবুল হক জিয়া বাহিনীর ‌‘ক্যাডার’ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জিয়াবুল হক জিয়ার ক্যাডার বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার সোহেল আহমদ জিয়াবুল হকের সঙ্গে মিলে নিরীহ মানুষদের জমি দখল ও মারধরের মতো অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) রাত ১১টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার উত্তর মাঝেরহাট এলাকা থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে৷

চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা ছৈয়দ হোসেনের পুত্র সোহেল। জিয়াবুল হক জিয়া স্থানীয়ভাবে ভূমি দখলকারী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। র‌্যাবের এই অভিযানে স্থানীয়রা স্বস্তি অনুভব করেছেন।

র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, জিয়াবুল হক জিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট