চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য অস্ত্রসহ আটক

টেকনাফ সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৪ | ৩:৩২ অপরাহ্ণ

টেকনাফের মরিচ্যাঘোণায় পাহাড়ি এলাকা থেকে অপহরণ করতে আসা এক অপহরণকারী চক্রের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক জাকের হোছন (৩৫) হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় তাকে আটক করা হয়।  

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে অপহরণের উদ্দেশে লোকালয়ে আসার খবরে এলাকাবাসী জড়ো হয়ে তাকে ধরে ফেলে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে তার কাছে থাকা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। 

হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, আটক ব্যক্তি ডাকাত ও অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। গতকাল অপহৃত কৃষক আবুল হাশেম অপহরণের ঘটনায় জড়িত রয়েছে। তাকে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, অস্ত্রসহ একজন লোককে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট