চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অবৈধ বিদ্যুৎ সংযোগ, মহেশখালীতে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

মহেশখালী সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৪ | ১১:২২ অপরাহ্ণ

মহেশখালী উপজেলা ছোট মহেশখালীর লম্বা ঘোনা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা’র নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এতে একটি মার্কেট, টমটম গ্যারেজ ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হাতে নাতে ধরার দায়ে বিদ্যুৎ আইনে একজনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহেশখালী বিদ্যুৎ অফিসের ডিজিএম নাজমুল হাসান, মহেশখালী থানার এসআই মহসিনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট