চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৪ | ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় সাব্বির উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই ঘটনা ঘটে।

 

সাব্বির উদ্দীন রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার মোহাম্মদপুর গ্রামের এলাকার তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে। তার মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে।

 

শিক্ষার্থীরা জানায়, আমাদের একজন সহপাঠী সড়ক পার হতে গেলে ঘাতক বাস তাকে মেরে দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ঘাতক বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা আন্দোলনে যাব।

 

কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

 

রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাসটি আটক হলেও চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সমাঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি দিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।

 

এদিকে ঘটনার প্রতিবাদে শিক্ষাথীরা দুপুর আড়াইটা পর্যন্ত সড়কে চলাচলকারী বাসগুলো আটকে রাখে। তবে অন্যান্য পরিবহণগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।

 

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের সামনে কোন জেব্রা ক্রসিং নেই। দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের যাতে তৈরি করা হয় সে ব্যবস্থা করতে হবে। একই সাথে শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রিজেরও দাবি জানায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট