কক্সবাজারের রামুতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১৫।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার রাজারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া হালদারকুল এলাকায় র্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রামু থানায় হস্তান্তর করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন রামুর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকায় র্যাব-১৫ এর অভিযানে দুটি দেশীয় তৈরি বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বন্দুক দুটি সোমবার রাতে রামু থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।
পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ