চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রেমের প্রলোভনে কিশোরী অপহরণ, কক্সবাজারে উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ৮:১২ অপরাহ্ণ

ঢাকা থেকে অপহৃত এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

 

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি থেকে ৯ম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণ করা হয়।

 

অপহরণকারী আলীম মির্জা শান্ত (৩২) নামে এক ব্যক্তি কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসে। অপহরণকারী বরিশালের মুলাদী থানার জলক্ষীপুরের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।

 

এ ঘটনায় ভিকটিমের পরিবার ঢাকার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে।

 

র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গত রবিবার (২৭ অক্টোবর) রাতে কক্সবাজারের লাইট হাউজ এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত স্বীকার করেছে সে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করেছিল।

 

র‍্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট