চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে আগুনে পুড়ানো হল লাখ টাকার নিষিদ্ধ জাল

কর্ণফুলী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ

মা ইলিশ সংরক্ষণে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪ টি বেহুন্দি জাল ও ১টি চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কর্ণফুলী উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং সদর ঘাট নৌ পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত।

 

ইউএনও মাসুমা জান্নাত জানান, ইলিশ রক্ষায় চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য মাছধরার অপরাধে অভিযান চালিয়ে ৫ টি নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রয়া ত্রিপুরা , উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট