চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

টেকনাফ সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পঞ্চাশ হাজার ইয়াবাসহ মো. সোহেল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক সোহেল টেকনাফের দমদমিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে।

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বে নিয়োজিত টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়।

 

তিনি আরও জানান, সোমবার কক্সবাজারগামী পায়রা পরিবহন চেকপোস্টে আসলে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়। আটক সোহেলকে জব্দ ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট