চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে চিরকুট লিখে স্কুলকক্ষে দপ্তরির আত্মহত্যা

টেকনাফ সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চিরকুট লিখে নুরুল আলম নামে (৩৫) একজন স্কুল দপ্তরি আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ অক্টোবর) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী ৮ নম্বর সরকারি প্রাইমারী স্কুলে ঘটেছে এ ঘটনা। 

 

স্কুলের প্রধান শিক্ষক বেলাল আহমদ জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে স্কুলে গিয়ে দেখি, শিশু শ্রেণির মেঝেতে দপ্তরি নুরুল আলম পড়ে আছেন। গলায় ফাঁস লাগানো। পাশে নিজের হাতে লেখা একটি চিরকুট। এতে মৃত্যুর জন্য চাকরিকে দায়ী করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে সাথে সাথে অবহিত করা হয়েছে। 

 

টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার আনম আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনও এবং পুলিশকে জানিয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট