চট্টগ্রামের হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার আইনে পাঁচ দোকান মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।
তিনি জানান, অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারাসহ একাধিক অপরাধে আট হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।
জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেক দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
পূর্বকোণ/মাহমুদ