চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে আগুনে পুড়ল লেপ-তোশকের দোকান

হাটহাজারী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে অগ্নিকাণ্ডে একটি লেপ-তোশকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌরসভার মুরগিহাট এলাকায় আগুনের সূত্রপাত হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মুরগিহাটে একটি লেপতোশকের দোকানে আগুন লাগে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকানের পেছনে গোডানে থাকা মালামালও আগুনে পুড়ে যায়।

 

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট