চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে সড়কের পাশে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

চন্দনাইশ সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

চন্দনাইশের বরকল বরমা কালিরহাট এলাকায় শহীদ মুরিদুল আলম সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ লাশ উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।

 

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মাথার মগজ বের হয়ে গেছে। এছাড়াও তার মুখমণ্ডল সম্পূর্ণ থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ সড়কে রাতে বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক চলাচল করে। ভোররাতে এসব ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট