চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হালদায় ৩ হাজার মিটার জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ

হাটহাজারী সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৪ | ১১:২৭ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অফিস।

 

রবিবার (২৭ অক্টোবর) রাত ১০ টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত গড়দুয়ারা নয়ারহাট থেকে সাত্তারঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম।

 

মৎস্য অফিসার আমিনুল ইসলাম জানায়, নদীতে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করার ৩ হহাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করার হয়।

 

অভিযানের সহযোগিতা করেন, আইডিএফের ২ জন স্বেচ্ছাসেবী সদস্য ও উত্তর মাদার্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আদিল।

 

হালদা নদীর রুই জাতীয় মা মাছ রক্ষা করতে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট